Skip to content

Instantly share code, notes, and snippets.

@Mashpy
Last active August 29, 2015 13:56
Show Gist options
  • Star 1 You must be signed in to star a gist
  • Fork 0 You must be signed in to fork a gist
  • Save Mashpy/8898817 to your computer and use it in GitHub Desktop.
Save Mashpy/8898817 to your computer and use it in GitHub Desktop.
সি এরজন্য এই দুইটা টিউটো ফলো করেন =>
http://url.mashpy.me/ctuto (শরীফ আহমেদ ১০১ টা টিউটরিয়াল)
http://url.mashpy.me/ctamim (তামিম শাহরিয়ার সুবিন)
প্রথম লিঙ্কে সি প্রোগ্রামিং এর বেসিক থেকে এডভান্স+প্রোগ্রামিং কনটেস্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আর পরের লিঙ্কটা সি প্রোগ্রামিং এর একেবারে বেসিক জানতে সাহায্য করবে।
ভিডিও টিউটরিয়ালের পাশাপাশি নিটনের সবার জন্য সি বইটাও যদি কিনে পড়া শুরু করেন তাহলে অনেক ভাল হবে।
আর সি প্লাস প্লাসের জন্য বাংলাতে ভিডিও টিউটরিয়াল তেমন নাই without Bdgeeks.
http://url.mashpy.me/164 (বিডিগিকস ৪৫ টিউটরিয়াল)
এক্ষেত্রেও নিটনের সি প্লাস প্লাস বইটাও কিনতে পারেন।
টিউটরিয়ালগুলো দেখার সময় অবশ্যই পেপার ওয়ার্ক করবেন। মানে কোডগুলো খাতায় বার বার লিখবেন+ কম্পিউটারে প্রতিটি কোড টাইপ করবেন এবং কম্পাইল করবেন। সোর্সকোড অবশ্যই গিটহাবে আপলোড করবেন। তাহলে আপনার সোর্সকোডগুলো সংরক্ষিত থাকল। গিটহাব অনেকটা ফেসবুকের মত। সবাই মিলে কোডিং করা যায়। বিশাল প্রজেক্টে সবাই মিলে একসাথে কাজ করা এর জন্যই সম্ভব হয়। গিটহাবে আপলোড করা পদ্ধতি এখান থেকে দেখে নিতে পারেন =>
http://url.mashpy.me/github
Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment