Skip to content

Instantly share code, notes, and snippets.

@ajaxray
Created August 28, 2012 18:56
Show Gist options
  • Save ajaxray/3502356 to your computer and use it in GitHub Desktop.
Save ajaxray/3502356 to your computer and use it in GitHub Desktop.
কুরাআন ও হাদিসে বর্নিত কিছু অসাধারন দোয়া

ঈমান ধরে রাখতে হলে আমাদের বেশী বেশী রাসুল(স) এর শিখিয়ে দেওয়া দুয়া পড়তে হবে, শয়তানের থেকে হেফাজতের জন্য আল্লাহ'র কাছে চাইতে হবে ।

আল্লাহ বলেন, "তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব !" - [সূরা মুমিনঃ ৬০]

পবিত্র কুরআন শরিফ থেকে

  1. "হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।" - [সূরা আল-ইমরান - ০৮]

  2. নিজের জন্য এবং পিতামাতা ও মুমিনদের জন্য ইবরাহীম (আ.)-এর দোয়া - "হে আমার প্রতিপালক! যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা কর।"- [সূরা ইবরাহীম : ৪১]

  3. হযরত ইবরাহীম (আ.) ও তাঁর অনুসারীদের দোয়া: "হে আমাদের প্রতিপালক! আমরা তোমারই ওপর নির্ভর করেছি, তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে কাফিরদের পীড়নের পাত্র কর না। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের ক্ষমা কর; তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"- [সূরা মুমতাহিনা : ৪-৫]

  4. মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আ.) এ দোয়া করেছিলেন: "তুমি ব্যতীত কোন ইলাহ নাই; তুমি পবিত্র, মহান! আমি তো সীমা লঙ্ঘনকারী।" - [সূরা আম্বিয়া : ৮৭]

  5. "হে আমাদের প্রতিপালক যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও কর না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তিদের ওপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন দায়িত্ব অর্পণ কর না। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের ওপর অর্পণ কর না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন কর, আমাদেরকে ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।" - [সূরা বাকারা : ২৮৬]

  6. "হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা কর ও দয়া কর, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।" - [সূরা মুমিনূন : ১০৯]

  7. "হে আমাদের প্রতিপালক! আমাদের থেকে জাহান্নামের শাস্তি বিদূরিত কর, তার শাস্তি তো নিশ্চিত বিনাশ, নিশ্চয়ই তা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসাবে নিকৃষ্ট।" - [সূরা ফুরকান : ৬৩-৬৬]

  8. মূসা (আ.)-এর মোকাবিলায় ফিরআউন যাদুকরদের নিয়ে আসে। যাদুকররা মূসা (আ.)-এর মুজেযার কাছে পরাজিত হয়ে ঈমান আনে। এতে ফিরআউন ক্ষিপ্ত হয়ে যাদুকরদের হত্যা করার নির্দেশ দেয়। এরপরও যাদুকররা ঈমান ত্যাগ করেনি, বরং মহান আল্লাহ্‌র কাছে তাদের প্রার্থনা ছিল : "হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্য দান কর এবং মুসলমানরূপে আমাদেরকে মৃত্যু দাও।" - [সূরা আরাফ : ১২৬]

পবিত্র হাদিস শরিফ থেকে

  1. রাসুল(স) বলেন:
    "হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি আর তুমি ছাড়া গুনাহ্সমূহ কেহই মাফ করতে পারে না। সুতরাং তুমি তোমার নিজ গুনে মার্জনা করে দাও এবং আমার প্রতি তুমি রহম কর। তুমি তো মার্জনাকারী ও দয়ালু" - [বোখারি : ৫৮৫১]

  2. "হে আল্লাহ! আমি সকল বিরোধ, মুনাফেকি এবং বদ চরিত্র হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি।" - [বোখারি : ৫৩৭৬]

  3. "হে আল্লাহ! আমার অন্তরে তাকওয়া প্রদান কর, তাকে পবিত্র কর। তুমি তার উত্তম পবিত্রকারী, তার অভিভাবক ও মনিব।" - [মুসলিম : ২০৮৮/৪]

  4. "হে আল্লাহ! তোমার কাছে আত্মসমর্পণ করলাম। তোমার উপর ভরসা করলাম। তোমার প্রতি ঈমান আনলাম। তোমার দিকে প্রত্যাবর্তন করলাম। তোমাকে কেন্দ্র করে বিবাদে লিপ্ত হলাম। তোমার নিকট বিচার ফয়সালা সোপর্দ করলাম। অতঃপর আমাকে ক্ষমা কর, যা আগে করেছি এবং যা পরে করব, যা প্রকাশ্যে করেছি এবং যা গোপনে করেছি। তুমিই আমার মা‘বুদ। তুমি ব্যতীত সত্যিকার কোন মা‘বুদ নেই" - [বোখারি : ৫৮৪৩]

  5. রাসুল (সঃ) চিন্তাযুক্ত অবস্থায় বলতেন, "হে আল্লাহ আমি তোমার নিকট পরিত্রান চাই চিন্তা, শোক, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, ঋনের বোঝা ও মানুষের জবরদস্তি হতে" - [বুখারি, মুসলিম, মিশকাত]

  6. "হে আল্লাহ আমি আশ্রয় চাই চরিত্র, কর্ম ও প্রবৃত্তির অনিষ্ট হতে।" - [তিরমিজি]

  7. “হে আল্লাহ ! তুমি ঈমানকে আমাদের নিকট সুপ্রিয় করে দাও, এবং তা আমাদের অন্তরে সুশোভিত করে দাও। কুফর, অবাধ্যতা ও পাপাচারকে আমাদের অন্তরে ঘৃণিত করে দাও, আর আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নাও।

হে আল্লাহ! আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দাও। আমাদের মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখ। লাঞ্ছিত ও বিপর্যস্ত না করে আমাদেরকে সৎকর্মশীলদের সাথে সম্পৃক্ত কর।" - [আহমদ : ১৪৯৪৫]

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment